Site icon Jamuna Television

তারকাবহুল ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’

কখনো টিশার্ট পরা, কখনো আবার শার্ট গায়ে অফিশিয়াল কেউ, অস্ত্র হাতেও হাজির হচ্ছেন কেউ, আবার কখনো প্রেমিকরূপে পাওয়া গেলো আরিফিন শুভকে।

ঠিক একইভাবে ঠাণ্ডা মাথার খুনি বা ভয়ংকর মানুষ হিসেবে হাজির হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মুক্তির আগে থেকেই বেশ আলোচনায় রয়েছে ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’।

৬ মার্চ প্রকাশিত মাত্র ১ মিনিটের টিজারে নিজেদের নানামাত্রিক চেহারা দেখিয়ে ভালোই চমকে দিলেন দুই অভিনেতা চঞ্চল-শুভ। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘বেগ বাস্টার্ড’ সিরিজের পলিটিকাল থ্রিলারধর্মী ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান জি-৫ এর ওয়েব সিরিজটি।

এখানে উঠে আসবে আন্ডারওয়ার্ল্ড, রাজনীতি ও পুলিশের ইঁদুর-বিড়াল খেলাও। যা ইতোমধ্যেই টিজারেও এসেছে।

ইউএইচ/

Exit mobile version