Site icon Jamuna Television

হযরত ইব্রাহিম (আ:) এর জন্মস্থানে পোপ, দিলেন সম্প্রীতির ডাক

হযরত ইব্রাহিম (আ:) এর জন্মস্থানে পোপ, দিলেন সম্প্রীতির ডাক

হযরত ইব্রাহীম আলাইহিস সালামের জন্মস্থান ইরাকের প্রাচীন নগরী উর-এ গিয়ে আন্তধর্মীয় সম্প্রীতির ডাক দিলেন পোপ ফ্রান্সিস।

শনিবার প্রাচীন এ সভ্যতায় যান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু। ৬ হাজার বছর আগে সভ্যতার শীর্ষে ছিলো ইরাকের দক্ষিণাঞ্চলীয় এ শহর।

বলা হয়, এখানেই প্রথম চাকা তৈরি হয়, জ্বালানি হিসেবে তেলের ব্যবহার শুরু হয়। মেসোপটমিয়ান সভ্যতার শহরটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্বিক নিদর্শন।

ধারণা করা হয়, হযরত ইব্রাহীম আলাইহিস সালামের জন্ম এখানে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান-তিন ধর্মের মানুষই নিজেদের ধর্মের পিতা হিসেবে বিবেচনা করেন এ নবীকে। উর শহরকে তাল আল মুকায়ের নামেও ডাকা হয়।

শনিবার এ শহরে গিয়ে, মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে দূরত্ব কমানোর আহবান জানান পোপ ফ্রান্সিস। প্রার্থনা করেন, বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে নিয়ে। মহামারি পরিস্থিতি শুরুর পর প্রথম বিদেশ সফরে শুক্রবার ইরাকে পৌছান পোপ।

Exit mobile version