Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হলো বাইডেনের করোনা তহবিল

যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হলো বাইডেনের করোনা তহবিল

অবশেষে যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হলো জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিল। শনিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পায় বহুল আলোচিত বিলটি।

যদিও কোনো রিপাবলিকান সদস্যই বিলের পক্ষে ভোট দেননি। বিরোধীদের দাবি, বাইডেনের এ পরিকল্পনা অত্যন্ত ব্যয়বহুল। বিল পাসকে আরও একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত মাসের শেষে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয় রিলিফ বিলটি। এই বিলের আওতায় বার্ষিক ৭৫ হাজার ডলারের কম আয়ের মার্কিন নাগরিকদের ১৪শ’ ডলার করে সহায়তা দেয়া হবে। ৪শ’ ডলার পর্যন্ত ভাতা দেয়া হবে বেকারদের। করোনার প্রভাবে ৬ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার। সহায়তা পাবে ছোট ব্যবসায়ীরাও।

Exit mobile version