Site icon Jamuna Television

চট্টগ্রামে কারাগার থেকে বন্দি উধাওয়ের ঘটনায় ২ জন বরখাস্ত, জেলার প্রত্যাহার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি উধাওয়ের ঘটনায় এক সহকারী প্রধান কারারক্ষীসহ ২ জন বরখাস্ত, অন্য আরেক সহকারী কারারক্ষী বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। আর জেলার রফিকুলকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সকালে নিয়মিত বন্দি গণনাকালে রুবেল নামে এক বন্দির অনুপস্থিতির বিষয়টি ধরা পড়ে। তার খোঁজ না পেয়েই তৎপর হয়ে ওঠে কারা কর্তৃপক্ষ।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, নিখোঁজ রুবেলের বাড়ি নরসিংদী। তিনি চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার হত্যা মামলার আসামি। জিডি করার পর তার নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারাগারে ১৫ নম্বর কর্ণফুলী ভবনের ‘পানিশমেন্ট’ ওয়ার্ডে থাকতেন রুবেল। শনিবার সকালে নিয়মিত গণনাকালে তার অনুপস্থিতির বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসলে শুরু হয় তোলপাড়।

ইউএইচ/

Exit mobile version