Site icon Jamuna Television

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সুবর্না (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে এ ঘটনা ঘটে। সুবর্না ওই গ্রামের শমসের আলীর মেয়ে। সে সিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বাড়ির পাশে তার পিতার একটি মুদিখানা দোকান আছে। সকালে দোকান খুলে বিস্কুট আনতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

তিনি বলেন, বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version