Site icon Jamuna Television

৭ মার্চের ভাষণই বাঙালির প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী

৭ মার্চের ভাষণই বাঙালির প্রকৃত স্বাধীনতার ঘোষণা, এই ভাষণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু বাঙালিকে যুদ্ধের সকল প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই দিনটিতে জাতির পিতার অনেক ঘনিষ্ঠজন তাকে প্রভাবিত করতে চেয়েছিলো, তবে এই দিনটিতে জাতির সামনে শুধু নিজের মনের কথাই তুলে ধরেছিলেন শেখ মুজিব।

শেখ হাসিনা বলেন, ইতিহাসকে কখনই মুছে ফেলা যায় না, যে ভাষণ এক সময় বাংলাদেশ নিষিদ্ধ ছিলো, এই ভাষণই আজ বিশ্ব জুড়ে স্বীকৃত। জাতির পিতার দেখানো পথ ধরেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএইচ/

Exit mobile version