Site icon Jamuna Television

আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

নরেন্দ্র মোদির সমাবেশ ঘিরে যেন তারকাদের মেলা বসে ব্রিগেড ময়দানে। সমাবেশ থেকেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী।

ব্রিগেড মঞ্চে ৭০ বছর বয়সী এ শিল্পীকে উত্তরীয় পড়িয়ে, হাতে বিজেপির পতাকা তুলে সম্মান জানান রাজ্যে দলের সভাপতি দিলীপ ঘোষ। পরে বিশাল জনসমাবেশে বক্তব্য দেন মিঠুন।

মিঠুন বলেন, নরেন্দ্র মোদির উন্নয়নের নীতির পথেই এখন হাঁটতে চায় বাংলার মানুষ।তার বক্তব্যের আগাগোড়া ছিলো নাটকীয়তায় পরিপূর্ণ। নিজের চলচ্চিত্রের বিখ্যাত সব ডায়ালগও দেন এ সময়।

২০১৪ থেকে ১৬ সাল পর্যন্ত দু’বছর মিঠুন চক্রবর্তী ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি। কিন্তু সারদা চিটফান্ড কাণ্ডে বিতর্ক ওঠায় এমপি পদ ছাড়েন। বিজেপির নির্বাচনী দলে তিনি কোন ভূমিকায় থাকবেন, তা স্পষ্ট নয় এখনও।

ইউএইচ/

Exit mobile version