Site icon Jamuna Television

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মুখোমুখি হবে ম্যানসিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে ডার্বি ম্যাচে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ম্যানচেস্টার সিটির আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড।

পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১২ পয়েন্টের লিড নিয়ে শিরোপা রেসে অনেকটা এগিয়ে ম্যান সিটি। দুর্দান্ত ফর্মে থাকা গার্দিওলার দল ইউনাইটেডের বিপক্ষেও ফেভারিট হিসেবে মাঠে নামবে। তিন নম্বরে থাকা রেড ডেভিলদের বিপক্ষে জয় সিটিকে শিরোপার আরও কাছে নিয়ে যাবে।

এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে সিটির। ইলকাই গুন্ডোগান, ফিল ফোর্ডেন ফিরবেন মূল দলে। ডার্বির আগে ছুটিতে সদ্য বাবা হওয়া ডি গিয়া। তাই রেড ডেভিলদের পোস্টের দায়িত্বে থাকবেন হ্যান্ডারসন। সেই সাথে এখনও ইনজুরিতে মাতা, পগবা ও ফিল জোন্স। তবে সুস্থ হয়ে স্কোয়াডে ফিরেছেন কাভানি, মার্শিয়াল ও ভ্যান ডি বেক।

Exit mobile version