Site icon Jamuna Television

বিপিএল ফুটবলে মোহামেডানের বিপক্ষে জয় পেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব

শেখ জামাল ধানমন্ডি আর মোহামেডানের ম্যাচ দিয়ে শেষ হলো প্রিমিয়ার লিগের প্রথম লেগের খেলা। যেখানে ২-০ গোলে জয়ে টেবিলের দুই উঠে এসেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

দিনের একমাত্র ম্যাচে শুরু থেকেই আক্রমন পালটা আক্রমনে ম্যাচ জমিয়ে তোলে দুই দল। তবে ২৫ মিনিটে সাদাকালোদের রক্ষনকে বোকা বানিয়ে স্কোর শিটে নাম তোলেন উজবেকিস্তানের আতাবেক ভালিদজানোভ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মড়িয়া হয়ে ওঠে মোহামেডান। একাধিক সুযোগ তৈরী করেও সফল হয়নি শেন লিনের দল। উল্টো ৮৩ মিনিটে সোলোমন কিং-এর গোলে ২-০’র জয় নিশ্চিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দুইয়ে ধানমন্ডির জায়ান্টরা। আর ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থেকে প্রথম পর্ব শেষ করলো মোহামেডান।

Exit mobile version