Site icon Jamuna Television

বদলে যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের ফরম্যাট

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফরম্যাট বদলে যেতে পারে। আগে ওয়ানডে ফরম্যাটে খেলা হলেও এবার ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি করার চিন্তা করছে সিসিডিএম। তারা বলছে গেল বছরের লিগ না হওয়ায় সেটি টি-টোয়েন্টি ফরম্যাটেই করার চিন্তা তাদের। আর এশিয়া কাপ না হলে জুনে ঘরোয়া ক্রিকেট আয়োজনের ইঙ্গিতও দিয়েছে বিসিবি।

গেল বছর ১৬ মার্চ করোনার কারণে স্থগিত হয় ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর থেকেই অপেক্ষায় রয়েছে প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা। তবে কবে লিগ হবে সেই প্রশ্নের উত্তর বেশ জটিল।

সিসিডিএম নিশ্চিত করেছে গেল বছরের লিগটাই হবে তবে কোন ফরম্যাটে এবং কবে সেটা এখনও নিশ্চিত নয়। আর এ বছরের লিগ হবে নতুন করে। তবে ফরম্যাট চূড়ান্ত নয়। ২২ মার্চ শুরু হচ্ছে জাতীয় লিগ। এরপর শ্রীলঙ্কা সিরিজ। জুনে এশিয়া কাপ হবে কিনা হবে তার উপরই কি নির্ভর করছে ডিপিএলের ভাগ্য।

Exit mobile version