Site icon Jamuna Television

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার শুনানি হয়নি আজ

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার শুনানি হয়নি আজ।

একই ঘটনায় দায়ের করা দুটি মামলার বিচারকাজ এক আদালতে, একসঙ্গে করার আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকায় সিলেটে শুনানি শুরু হয়নি।

বাদীপক্ষের আইনজীবী জানান, ধর্ষণের আগে ভুক্তভোগীর স্বামীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আরেকটি মামলা আছে। দু’টি বিচারকাজ এক আদালতে চললে বাদীপক্ষ ন্যায় বিচার পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ আসার পরেই বিচারকাজ শুরু হবে।

Exit mobile version