Site icon Jamuna Television

ভোল পাল্টালেন মিঠুন, বললেন তৃণমূলে যোগদান ভুল ছিল (ভিডিও)

বিজেপিতে যোগ দিয়েই ভোল পাল্টালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে জানিয়েছেন তিনি।

কলকাতায় নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। তিন বলেন, কারও দিকে আঙুল তুলতে চাই না। কাউকে দোষও দিচ্ছি না। আমারই সিদ্ধান্তে ভুল ছিল।

উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সদস্যও হয়েছিলেন তিনি। এরপর হঠাৎ করেই রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি। সারদা কেলেঙ্কারিতে জড়ানোয় অনেকটা ব্যথিত হয়েছিলেন এই সুপারস্টার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখে টাকা ফেরত দেন তিনি। এরপর থেকে রাজনীতিতে তেমন দেখা যায়নি।

ভিডিওটি দেখতে ক্লিক করুন।

Exit mobile version