Site icon Jamuna Television

ওসাসুনার বিপক্ষে ২-০ গোলের জয় বার্সেলোনার

ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জিতেছে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। এই জয়ের ফলে শিরোপা প্রত্যাশি অ্যাটলেটিকোকে কিছুটা হলের চাপে রাখলো বার্সা।

ঘরের মাঠ এল সাদার স্টেডিয়ামে বার্সেলোনার বিপক্ষে প্রথম ভালো সুযোগ তৈরী করে ওসাসুনা। কিন্তু ১৪ মিনিটে উইঙ্গার এনরিক বারহার শট রুখে দেন বার্সা কিপার টের স্টেগেন। তবে বার্সা সুযোগ হাতছাড়া করেনি।

৩০ মিনিটে জর্ডি আলবার গোলে প্রথম লিড নেয় কাতালান জায়ান্টরা। এরপর বুসকেটসের বদলি হিসেবে নেমে স্কোর শিটে নাম তোলেন বার্সার দ্বিতীয় সারির দলের মিডফিল্ডার ইলাস মরিবা। এই জয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের দুই নম্বরে মেসির দল।

Exit mobile version