Site icon Jamuna Television

চট্টগ্রামের বাইজিদে, ইমন নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রামের বাইজিদে ইমন নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। রাতে বাইজিদ থানাধীন আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে ইমনকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে বাসা থেকে কিছু দুরে নিয়ে ইমনের মাথায় আঘাত করে নিচে ফেলে দেওয়া হয়। পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ইমনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।

পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। নিহত ইমন এবং হামলাকারী উভয় গ্রুপই সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরের অনুসারী বলে দাবী করে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশ বলছেন এই ঘটনার জন্য প্রকৃত অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। নিহতের পরিবার এ ঘটনার জন্য মামুন, আরিফ, রিপন সহ স্থানীয় বেশ কয়েকজনকে দায়ী করেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে প্রক্রিয়া চলছে।

Exit mobile version