Site icon Jamuna Television

রাজবাড়ী‌তে মঞ্চায়িত হলো বঙ্গবন্ধুর জীবন কা‌হিনী নিয়ে নি‌র্মিত নাটক, নবাব থে‌কে মু‌জিব

রাজবাড়ী প্রতিনিধি: ঐ‌তিহা‌সিক ৭ই মার্চ দিবস উপলক্ষে রাজবাড়ী‌তে বঙ্গবন্ধুর কর্মময় জীবন কাহিনী নি‌য়ে নির্মিত নাটক ‘নবাব থেকে মু‌জিব’ মঞ্চায়িত হ‌য়ে‌ছে।

দিবসটি উপলক্ষে রাতে অফিসারস ক্লাব মুক্ত মঞ্চে জেলা প্রশাসন আয়োজন ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় নাটক‌টি মঞ্চস্থ হয়।

এ সময় স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার এম-এম শা‌কিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টি‌টোন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দী‌লিপ কুমার কর, বীর মু‌ক্তিযোদ্ধা মহ‌সিন উদ্দিন বতু সহ দর্শক শ্রোতারা নাটক‌টি উপ‌ভোগ করেন।

নাটক শেষে অনুভূতি ব্যক্ত করেন অতিথিরা এবং যথাযথ ভাবে জাতির জনকের জীবন কাহিনী তুলে ধরায় সকলকে ধন্যবাদ জানান।

Exit mobile version