
স্টাফ রিপোর্টার:
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ওয়ালিদ হোসেন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওয়ালিদ একই উপজেলার শালমারা গ্রামের আবু তাহেরের পুত্র।
সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী জানান, রোববার দুপুরে চৌগ্রাম এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী এক মাইক্রোবাসের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় শিশু ওয়ালিদ।
গুরুত্বর আহত অবস্থায় স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। মাইক্রোটিকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply