Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় বাংলাদেশেও কিছু অব্যবস্থাপনা ছিলো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, নতুন এই ভাইরাস শুরুতেই সব দেশের স্বাস্থ্যসেবা খাতকে প্রশ্নের সম্মুখীন করেছে। সে হিসেবে বাংলাদেশেও কিছু অব্যবস্থাপনা ছিলো।

সোমবার বিকেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা রোগী শনাক্তে বাংলাদেশের এক বছর শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন।

তিনি বলেন, নানা সঙ্কট থাকা সত্ত্বেও বাংলাদেশ করোনা মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। যদিও নতুন এই ভাইরাস শুরুতেই সব দেশের স্বাস্থ্যসেবা খাতকে প্রশ্নের সম্মুখীন করেছে। সে হিসেবে বাংলাদেশেও কিছু অব্যবস্থাপনা ছিলো।

মন্ত্রী জানান, অনেকটা শূন্যস্থান থেকে কাজ শুরু করতে হয়েছে। তবে চিকিৎসকরা দ্রুত সাড়া দিয়েছেন বলে মন্তব্য তার। সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়মিত দেখভাল করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ১৫ দিনে কয়েক হাজার ডাক্তার নার্স নিয়োগ দেয়া হয়েছে যা দেশে বিরল দৃষ্টান্ত। এই এক বছরে বাংলাদেশ করোনা মোকাবেলায় যে অভিজ্ঞতা ও সক্ষমতা অর্জন করলো তা ভবিষ্যতের জন্য কাজে লাগবে বলেও জানান মন্ত্রী।

Exit mobile version