Site icon Jamuna Television

অডি কাপ জিতলো অ্যাটলেটিকো

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অডি কাপের ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১।

৩৩ মিনিটে কেইদি বারের গোলে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় লিড পায় স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে সমতায় ফেরান রর্বাতো ফিরমিনহো। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ২য় শটে এসে লক্ষ্যভ্রষ্ট হয় ইংলিশ জায়ান্টদের জর্ডান হেন্ডারসনের নেয়া শট। গ্রিজম্যান, তোরেস, গাবি, গাইতান ও  ফিলিপো লুইজ সবাই গোল করলে ৪-৫ ব্যবধানেই জয় পায় মাদ্রিদের ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর আগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ পাবে অলরেডরা। আর ৬ আগস্ট ব্রাইটনের বিপক্ষে ম্যাচ রয়েছে অ্যাটলেটিকোর।

 

যমুনা অনলাইন-এফআর

Exit mobile version