Site icon Jamuna Television

নওগাঁয় বডিবিল্ডিং প্রতিযোগিতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁয় হয়ে গেল উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর আন্ত সেক্টর বডিবিল্ডিং প্রতিযোগিতা। বডিবিল্ডিং প্রতিযোগিতা বিজিবিতে এই প্রথম বলে জানান আয়োজকরা।

সোমবার বিকেলে পত্নীতলা ১৪ বিজিবি’র ব্যবস্থাপনায় রাজশাহী, দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও সেক্টর থেকে ৮টি ওজন স্তরের মোট ৩২ জন খেলোয়াড়‌ অংশগ্রহণ করেন।

খেলায় ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্য পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী সেক্টর। এছাড়াও ২টি স্বর্ণ ৩টি রৌপ্য ও ১টি তাম্য পেয়ে রানারআপ হয়েছে দিনাজপুর সেক্টর।

প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কায়সার হাসান মালিক।

উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান, পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন, উপ অধিনায়ক মেজর এস এম রবিউল হাসানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

Exit mobile version