Site icon Jamuna Television

আশরাফুলের ব্যাটে পটুয়াখালীর মেয়র কাপে চ্যাম্পিয়ন বাচ্চু তালুকদার স্মৃতি সংসদ

পটুয়াখালী প্রতিনিধি:

সোমবার পটুয়াখালী আবুল কাশেম স্টেডিয়ামে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জাহিদ হোসেন বাচ্চু তালুকদার স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা ক্রিকেট একাডেমিকে ২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

সকালে টসে হেরে করতে নেমে আশরাফুলের অপরাজিত ৬০ রানের উপর ভর করে ২০ ওভার শেষে ১৭২ রান তোলে বাচ্চু তালুকদার স্মৃতি সংসদ। দলের হয়ে ৩২ বলে ৬০ রান করেন নুরুজ্জামান। জবাবে ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে মাত্র ১৪৪ রানেই থেমে যায় ঢাকা ক্রিকেট একাডেমির ইনিংস। ফলে ২৮ রানের জয়ে মেয়র কাপে চ্যাম্পিয়ন হয় বাচ্চু তালুকদার স্মৃতি সংসদ।

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বাচ্চু তালুকদার স্মৃতি সংসদের নুরুজ্জামান। টুর্নামেন্ট সেরা হয়েছেন আহসান হাবিব খান দলের তাহসিন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাজল বরণ দাস।

Exit mobile version