Site icon Jamuna Television

নতুন করে তরঙ্গ কিনলো জিপি, বাংলালিংক ও রবি

বিটিআরসি থেকে নতুন করে তরঙ্গ কিনেছে গ্রামীণফোন (জিপি), বাংলালিংক ও রবি। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে ৩ হাজার ৯৩ কোটি টাকা।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরঙ্গ নিলামে তোলা হয়। নিলামে বেসরকারি সবগুলো অপারেটর অংশ নিলেও নীরব ছিলো রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। তবে টেলিটক ১৮০০ ব্যান্ডের নিলামে অংশ নেয়নি। ফলে ১৮০০ ব্যান্ডে তাদের তরঙ্গ ১০ মেগাহার্জ রয়ে যায়।

নিলামে গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারের তরঙ্গ কিনেছে। এই টাকা ৫ বছর ৯ মাসে পরিশোধ করতে হবে।

রবি, গ্রামীণফোন ও বাংলালিংক ৫ মেগাহার্টজ করে মোট ১৫ মেগাহার্টজ তরঙ্গ সংগ্রহ করেছে। ইতিমধ্যে ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডে তরঙ্গ সংগ্রহের কথা জানিয়েছে, গ্রামীন ফোন, রবি ও বাংলালিংক। ১৫ বছরের জন্য এ তরঙ্গ বরাদ্দ দেওয়া হচ্ছে। সবশেষ ২০১৮ সালে দেশে ৪জি চালু করার জন্য তরঙ্গ নিলাম করে বিটিআরসি।

টেলিযোগাযোগমন্ত্রী জানিয়েছেন, বাড়তি তরঙ্গ, মোবাইল ফোনের সেবার মান বাড়াতে সহায়ক হবে।

Exit mobile version