Site icon Jamuna Television

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে আরও ৩ জনের মৃত্যু

মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেনাবাহিনীর নির্যাতনে আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।

এ নিয়ে ১ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৫৪ জন। প্রতিবাদে কলকারখানা, দোকানপাট এমনকি ব্যাংকও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইয়াঙ্গুনের বাসিন্দারা।

এরই মধ্যে দেশটিতে নতুন অর্ডার স্থগিত করেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচ অ্যান্ড এম। তারা বলছে, বর্তমান সংকটময় এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, দেশটিতে অবরুদ্ধ করে রাখা এবং আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। বলা হয়, ইয়াঙ্গুনে একটি ভবনে অন্যায়ভাবে কমপক্ষে দু’শ মানুষকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version