Site icon Jamuna Television

সস্ত্রীক করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট

সস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। সোমবার প্রেসিডেন্টের দফতর থেকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করতে দেয়া হয়। পরে রিপোর্ট পজেটিভ আসে। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সেখানে থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, কমপক্ষে ৩ সপ্তাহ রাখা হবে পর্যবেক্ষণে।

এদিকে, সিরিয়ায় এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৪২ জন। মারা গেছেন ১ হাজার ৬৮ জন।

ইউএইচ/

Exit mobile version