Site icon Jamuna Television

ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে আগুন, একই পরিবারের দগ্ধ ৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। গতকাল রাতে পতেংগার মোড় এলাকায় নাসরিন আক্তারের মালিকানাধীন হাজী ভিলার ষষ্ঠ তলার ভাড়াটে বাসিন্দার ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গার্মেন্টস শ্রমিক মিশাল, তার স্ত্রী মিতা, তাদের দেড় বছর বয়সের শিশু মিনহাজ এবং মিশালের দুই শ্যালক মাহফুজ, সজীব এবং সাব্বির নামে আরেকজন। এক মাস আগে পরিবারটি ষষ্ঠ তলায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নেন।

স্বজনরা জানায়, গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যাটের বিভিন্ন রুমে তা জমাট বেধে থাকে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েল জ্বালানোর উদ্দেশে আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায় এবং অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের পাঁচজন দগ্ধ হয়। তাদের চিৎকারে অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা এসে আগুন নেভায়। দগ্ধদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version