Site icon Jamuna Television

১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়া হবে

ফাইল ছবি।

বিশ্ববিদ্যালয় খোলার আগে ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়া হবে। জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নিশ্চিতে সরকার সব ধরণের ব্যবস্থা নিচ্ছে। এসময় শিক্ষার্থীদেরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলে অবস্থান ও লেখাপড়া চালানোর বিষয়ে পরামর্শ দেন তিনি।

আগামী ১৭ মে খুলবে আবাসিক হল আর ২৪ মে খুলবে সব বিশ্ববিদ্যালয়। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী বলেন, করোনা নিয়ে দেশ কমফোর্ট জোনে আছে ভেবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। ভ্যাকসিন নেয়ার পর মাস্ক ব্যবহার করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারসহ পর্যটন এলাকায় জনসমাগমের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

Exit mobile version