Site icon Jamuna Television

গণফোরামে ডক্টর কামাল থাকবেন কিনা সেই সিদ্ধান্ত আগামী কাউন্সিলে

গণফোরামের সাথে ডক্টর কামাল হোসেন থাকবেন কি থাকবেন না, সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে দলের আগামী কাউন্সিলে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোস্তফা মহসীন মন্টু জানান, আগামী ২৮ থেকে ২৯ মে সম্মেলন করতে যাচ্ছে দলটি।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দলটির নেতারা আরও জানান, জাতীয় ঐক্যফ্রন্ট এখন সক্রিয় নেই। তবে প্রয়োজনে আবারও বৃহত্তর জাতীয় ঐক্য হতে পারে বলে মত দেন তারা।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র সাথে ঐক্যে গণফোরাম থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবে দলের কাউন্সিল। এসময় অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী বলেন, দূর্বৃত্তায়ন আর দুর্নীতিতে নিমজ্জিত দেশ। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির সদস্য সচিব সুব্রত চৌধুরী।

Exit mobile version