Site icon Jamuna Television

সুইডেনে লোমহর্ষক ট্রেন দুর্ঘটনা, চুরমার বাস!

সুইডেনে লোমহর্ষক ট্রেন দুর্ঘটনা, চুরমার বাস!

নাটকীয় ট্রেন দুর্ঘটনার সাক্ষী হলো সুইডেন। সোমবার স্থানীয় সময় সকালে হিসিনজেন এলাকায় হয় ঘটনাটি।

দ্রুতগতিতে চলন্ত একটি ট্রেন লাইনচ্যুত হয়। স্টেশনের কাছেরই দাঁড়িয়ে থাকা পাবলিক বাসে দেয় ধাক্কা।

পুলিশ জানায়- যানটি সেসময় ফাঁকা থাকায় কেউ হতাহত হয়নি। অবশ্য, ট্রেনের ৫০ আরোহীর মধ্যে তিনজনকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। এক পথচারীর মোবাইলে রেকর্ড হয় লোমহর্ষকর ভিডিওটি।

Exit mobile version