Site icon Jamuna Television

ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচার মুখ ঝলসে দিল বখাটেরা

ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচার মুখ ঝলসে দিল বখাটেরা

নোয়াখালীর বেগমগঞ্জে ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানি দিয়ে চাচার মুখমণ্ডল ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে।

গতরাতে একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মোহাম্মদ মহসিনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহসিন একলাশপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

তিনি জানান, নবম শ্রেণি পড়ুয়া ভাতিজিকে এলাকার কয়েকজন বখাটে বেশি কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করায় বখাটেরা তাকে হুমকি দিয়ে আসছিলো। এরপর ঘরে ঢুকে মহসিনের মুখে মরিচ মিশ্রিত গরম পানি মুখে নিক্ষেপ করে পালিয়ে যায় বখাটেরা।

Exit mobile version