Site icon Jamuna Television

আমাজন বনের জন্য সুখবর দিলো কলম্বিয়া

আমাজন বনের জন্য সুখবর দিলো কলম্বিয়া

২০২২ সালের মধ্যে বন উজাড় ৩০ শতাংশ কমানোর লক্ষ্য হাতে নিয়েছে কলম্বিয়া সরকার। সোমবার এ ঘোষণা দেন পরিবেশ বিষয়ক মন্ত্রী কার্লোস এদুয়ার্দো কোরেয়া।

যার আওতায় থাকবে, কলম্বিয়া ভূখণ্ডে থাকা অ্যামাজন। সেখানে গাছ কাটার পাশাপাশি চোরাকারবারীদের পাকড়াওয়ে নেয়া হবে শক্ত পদক্ষেপ। কারণ পৃথিবীর অক্সিজেনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত অঞ্চলটিতে ২০০২ সাল থেকে আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে বন উজাড়।

কোরেয়া’র দাবি, কলম্বিয়ার উদ্যোগে কমবে জলবায়ু পরিবর্তনের প্রভাব। শুধু, ২০১৯ সালেই তিন লাখ ৯২ একরের বেশি বনাঞ্চল উজাড় হয়েছে কলম্বিয়ায়।

গেলো বছরজুড়ে, মহামারি থাকায় সেই সুযোগ নিতে পারেনি চোরাকারবারীরা।

Exit mobile version