Site icon Jamuna Television

রাজপথে হাঁটু গেড়ে সেনাদের কাছে বিক্ষোভকারীদের প্রাণভিক্ষা চাইলেন নান

রাজপথে হাঁটু গেড়ে সেনাদের কাছে বিক্ষোভকারীদের প্রাণভিক্ষা চাইলেন নান

রাজপথে হাটু গেড়ে বসে সেনাসদস্যদের কাছে আন্দোলনকারীদের প্রাণভিক্ষা চাইলেন মিয়ানমারের একজন নান। সোমবার মিতচিনা শহরের এ ঘটনাটি রীতিমতো ভাইরাল।

‘অং নান গির্জা’র সিস্টার অ্যান রোজ বিক্ষোভ চলাকালেই সেনাদের সামনে হাতজোড় করেন। নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া থেকে বিরত থাকার অনুরোধ জানান রাজপথে বসা সেবিকা।

আহ্বান জানান, শিশু এবং নিরস্ত্র বাসিন্দাদের ছাড় দেয়ার। নানের এ আচরণে লজ্জিত হন সেনাসদস্যরাও। কিন্তু গতকালের গোলাগুলিতে শহরটিতে মারা গেছেন ২ বিক্ষোভকারী।

Exit mobile version