Site icon Jamuna Television

বুধবার টিকা নেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামীকাল করোনাভাইরাসের টিকা নেবেন। বুধবার বিকেল ৫টায় করোনার টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহেনা করোনার টিকা নেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। দেশব্যাপী ১০০৫টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি এবং মন্ত্রীরাও টিকার প্রথম ডোজ নিয়েছেন।

Exit mobile version