Site icon Jamuna Television

যে গল্প হতে পারে অন্ধকারের! হতে পারে আলোর!

যে গল্প হতে পারে অন্ধকারের! হতে পারে আলোর!

এই সময়ে সিনেমার শুটিং, মহরত কিংবা মুক্তির খবর আশা জাগায় সিনেমার দিন ফেরানোর। এই মাসেই মুক্তি পাচ্ছে কয়েকটি সিনেমা। চলছে অনেক সিনেমার সম্পাদনার কাজ। সম্প্রতি সম্পাদনার টেবিলে এসেছে ‘ইস্টিশন’ নামের একটি সিনেমা।

বিস্তীর্ণ গ্রামীণ প্রান্তর! মুগ্ধতার ভীষণ এক প্রকাশ। দৃশ্যটি ‘ইস্টিশন’ সিনেমার! প্রেমের ভিন্ন এক গল্প ‘ইস্টিশন’। গল্পের দুই চরিত্র দু’জন দুজনকে ভালোবাসে। সেই ভালোবাসার অন্তরালে আবার ঘটনার এক একটি বাঁক। জীবন বাস্তবতায় তারা পাড়ি জমায় শহরে। মুখোমুখি হয় ভিন্ন এক বাস্তবতার! গল্পটি চিরচেনা হলেও প্রকাশটা হয়তো ভিন্ন! তবে এই ভিন্নতার মধ্যে লুকায়িত অন্য এক গল্প! সে গল্প হতে পারে অন্ধকারের! হতে পারে আলোর!

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবু হুরাইয়া তানভীর। তার সাথে জুটি বেঁধেছেন আফ্রি সেলিনা। সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। নির্মাণ করছেন রাসেল আহমদ।

ঢাকা, চট্টগ্রাম, রামগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি সিনেমাটির শুটিং শেষে এখন চলছে সম্পাদনা। ফ্রেম হাউস প্রডাকশনের ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে আসছে ঈদুল আযহার আগে।

Exit mobile version