Site icon Jamuna Television

বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, ওসিসহ আহত ২৫

বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, ওসিসহ আহত ২৫

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বসুরহাটে আবারও আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে একজন নিহত হয়েছে। ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রূপালী চত্বরে সভার আয়োজন করে আওয়ামী লীগের একাংশ। সেখানে হামলার চেষ্টা চালায় অপরপক্ষ।

এরই জের ধরে সংঘর্ষ বেধে যায় দু’পক্ষে। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। হয় ককটেল বিস্ফোরণ-গোলাগুলি। ভাঙচুর করা হয় বেশকিছু যানবাহন-দোকানপাট। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের হাসপাতালে নেয়ার পর জাকির নামে একজন নিহত হয়। হামলার জন্য কাদের মির্জার সমর্থকদের দায়ী করেছেন খিজির খান। তবে তা অস্বীকার করেছেন কাদের মির্জা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন ওসি মীর জাহিদুল হক রনিসহ আরও ৪ পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি দোকানপাট ও অটোরিকশা।

Exit mobile version