Site icon Jamuna Television

ফিটনেস টেস্টে পাস ক্রিকেটার নাসির

এত বিতর্কের মাঝেও ভক্তদের ভালো খবর শোনালেন নাসির। বুধবার সকালে ইয়ো ইয়ো টেস্টে ১৭.১ স্কোর করেছেন নাসির। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি। তিনি বলেন, নাসির বুধবার সকালে ফিটনেস টেস্ট দিয়েছেন। তার স্ভাকোর বেশ ভালো ১৭.১।

এর আগে এই ফিটনেস টেস্টে পাস করতে না পারার কারণেই বিসিবি প্রেসিডেন্টস কাপ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ হয়নি ক্রিকেটের এই ব্যাড বয়ের। তবে এবার ইয়ো ইয়ো টেস্টে ভালো ফলাফল করে সমালোচকদের মুখে ছাই দিয়েছেন তিনি।

নাসির ছাড়াও বুধবার ফিটনেস টেস্টে অংশ নিয়েছিলেন এনামুল হক জুনিয়র, আলাউদ্দিন বাবুর মত ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা। মূলত ক্রিকেটারদের দম বিচার করাই ইয়ো ইয়ো টেস্টের কাজ। এ প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারছেন।

Exit mobile version