Site icon Jamuna Television

করোনাভাইরাস: একবছরে দিনে সর্বোচ্চ ও রেকর্ড মৃত্যু দেখলো ব্রাজিল

করোনা: একবছরে দিনে সর্বোচ্চ ও রেকর্ড মৃত্যু দেখলো ব্রাজিল

করোনা মহামারির একবছরে দিনে সর্বোচ্চ ও রেকর্ড মৃত্যু দেখলো ব্রাজিল। ২৪ ঘণ্টায় লাতিন দেশটিতে মারা গেছেন দু’হাজার ৩৪৯ জন।

এদিন ৮০ হাজার ৯৫৫ জনের শরীরে নতুনভাবে শনাক্ত হয় কোভিড নাইনটিন।

গত বছর মে মাসে করোনার হটস্পট হয়ে উঠে ব্রাজিল। সেসময় মৃত্যু সংখ্যায় ইউরোপকে ছাড়িয়ে যায় লাতিন দেশটি। গেলো এক বছরে মৃত্যুহারে ওঠা-নামা থাকলেও এখন মোট প্রাণহানির দিক থেকে ওপরে কেবল যুক্তরাষ্ট্র।

কিছুদিন ধরে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিস্তারে ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। যারফলে স্বাস্থ্যখাতে পড়েছে ব্যাপক চাপ। দেশটির ২৭ রাজ্যের ২৫টির রাজধানীতেই ৮০ শতাংশের বেশি আইসিইউ বেড পূর্ণ। ব্রাজিলে মোট প্রাণহানি দু’লাখ ৭১ হাজারের মতো। এক কোটি ১২ লাখের ওপর সংক্রমণের শিকার।

Exit mobile version