Site icon Jamuna Television

জান্তা প্রধানের দুই সন্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

জান্তা প্রধানের দুই সন্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের জান্তা প্রধানের সাবালক দুই সন্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।

বিবৃতিতে জানানো হয়, অং পায়ে সোন এবং খিন থিরি থেত মনের ওপর আরোপিত হলো নিষেধাজ্ঞা। তাদের পরিচালিত ৬টি প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়। মূলত মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধেই এ উদ্যোগ।

মার্কিন মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে নিত্যনতুন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে মিয়ানমার জান্তার বিরুদ্ধে।

এর আগে, জান্তা প্রধান মিন অং লাইং’সহ শীর্ষ ১০ সামরিক কর্মকর্তা, তাদের পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পরিবারের সদস্যদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো জো বাইডেন সরকার। তখনই স্পষ্ট করা হয় নিষেধাজ্ঞার ফলে শত কোটি ডলারের মার্কিন তহবিলে ভাগ বসাতে পারবে না মিয়ানমার জান্তা।

Exit mobile version