Site icon Jamuna Television

প্রেসক্লাবের সামনে বিএনপির অবস্থান, সমাবেশ করতে পুলিশের বাধা

প্রেসক্লাবের সামনে বিএনপির অবস্থান, সমাবেশ করতে পুলিশের বাধা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে চলছে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিবাদ সমাবেশ।

সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত সমাবেশে অংশ নিতে আসতে থাকতে থাকেন নেতাকর্মীরা। সরকারের কঠোর সমালোচনা করে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল বলেন বর্তমান সরকার সাধারণ মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছে।

Exit mobile version