Site icon Jamuna Television

টাইগারদের মোকাবেলা করতে ১৩ সদস্যের দল ঘোষণা নিউজিল্যান্ডের

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে নেতৃত্ব দিবেন টম লাথাম। দলে নতুন মুখ দুই টপ অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়াং। এছাড়াও অলরাউন্ডার হিসেবে প্রথম ডাক পেলেন ড্যারিল মিচেল।

মৌসুমের শুরুতে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এছাড়া ইনজুরির কারণে নেই লকি ফার্গুসন ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ড-হোম। জায়গা হয়নি স্পিনার ইশ সোধিরও।

দলের অন্য সদস্যরা হলেন ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর।

Exit mobile version