Site icon Jamuna Television

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেন মেসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগের দিন বিদায় নিয়েছে ক্রিস্চানিয়ো রোনালদো তার পথেই হাঁটলেন লিওনেল মেসি শেষ ষোল থেকেই বিদায় নিলেন তিনি। দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির সাথে ১-১ গোলে ড্র করায় দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হেরে ছিটকে গেলো বার্সেলোনা। তবে দিনের আরেক ম্যাচে আরবি লাইপজিগকে দ্বিতীয় লেগেও ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল।

প্রথম লেগে এমবাপ্পে বীরত্বে পিএসজির কাছে ৪-১ গোলে হেরেছিলো বার্সেলোনা। দ্বিতীয় লেগে তাই অন্তত তিন গোলের ব্যবধান ঘোচানোর লক্ষ্য ছিলো কাতালান ক্লাবটির। এমন কঠিন সমীকরণের ম্যাচে আক্রমনাত্মক শুরু করে বার্সা। কিন্তু গোল দেয়ার পরিবর্তে উল্টো প্রথমে গোল খেয়ে বসে মেসির দল। ৩১ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। ৬ মিনিট পর মেসির ঝলক।

দুর্দান্ত গোলে ৩৭ মিনিটে দলকে সমতায় ফেরান এলএমটেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি পেয়েছিলো বার্সেলোনা। কিন্তু মেসির স্পটকিক রুখে দেন পিএসজি কিপার কেইলর নাভাস। ম্যাচ ড্র করে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় পিএসজি।

Exit mobile version