Site icon Jamuna Television

শ্রীলঙ্কার কাছেও হেরেছে সুজনদের বাংলাদেশ

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শ্রীলঙ্কা লেজেন্ডসের কাছে ৪২ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৮০ রান তোলে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৮ রানেই থেমে যায় সিনিয়র টাইগারদের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে উপল থারাঙ্গার ৪৭ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংসে ভর করে ১৮০ রান তোলে লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেয় শরিফ, রফিক ও রাজিন। ১৮১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুই ব্যাটার নাজিমউদ্দিন ও মেহরাব অপি। নাজিমুদ্দিনের ব্যাট থেকে আসে ৫৪ রান আর মেহরাব হোসেন অপি করেন ২৭ রান।

এই দুই ব্যাটার মাঠ ছাড়ার পরে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন খালেদ মাসুদ পাইলট। ব্যাট হাতে ২৮ রানে অপরাজিত ছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। অন্য-প্রান্তে থাকা ব্যাটসম্যানরা পাইলটকে সহযোগিতা করতে পারেননি। তারা ব্যস্ত ছিলেন প্যাভিলিয়নে দ্রুত ফেরার প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত লঙ্কান বোলারদের সামনে ১৩৮ রানেই থেমে যায় বাংলাদেশের লিজেন্ডদের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নিয়েছেন অধিনায়ক দিলশান।

এনিয়ে ভারত, ইংল্যান্ডের পর শ্রীলঙ্কার কাছেও হারলো রফিকের দল। বাংলাদেশের পরের ম্যাচ ১২ মার্চ, প্রতিপক্ষ উইন্ডিজ।

Exit mobile version