Site icon Jamuna Television

কিডনি রোগের ওষুধের মূল্য কমিয়ে অর্ধেক করার দাবি ডা. জাফরুল্লাহর

কিডনি রোগের চিকিৎসায় দেশে ট্রান্সপ্ল্যান্টের দিকে বেশি নজর দেয়া উচিত; যা অত্যন্ত সাশ্রয়ী হবে। সেইসঙ্গে কিডনি রোগের ওষুধের মূল্য কমিয়ে অর্ধেক করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আলোচনা সভায় তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার অযোগ্যতার জন্য কিডনি ট্রান্সপ্ল্যান্ট নিয়ে হাইকোর্টের রায় পুরোপুরি কার্যকর হচ্ছে না। রায় কার্যকরে উচ্চ আদালতকে ভূমিকা রাখা উচিত বলেও মনে করেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, খাবারের অসচেতনটা, ধূমপান, ওষুধের অপব্যবহার কিডনি রোগের কারণ হতে পারে। সরকার, কিডনি রোগের চিকিৎসায় তার দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আমলাতান্ত্রিক জটিলতার জন্য স্বল্পমূল্যে বিতরণের জন্য প্রস্তুত করা গণস্বাস্থ্যের ওষুধ বাজারে আনা যাচ্ছে না।

Exit mobile version