Site icon Jamuna Television

গৌরীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত

কুমিল্লার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসে অগ্নিকাণ্ডে মারা গেছেন ২ যাত্রী। অগ্নিদগ্ধ আরও ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের একটি বাস গৌরীপুর বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকাকালে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল হক বলেন, দুর্ঘটনার পর সৃষ্ট যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

Exit mobile version