Site icon Jamuna Television

কাঠালবাগান বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারের পাশেই কাঠালবাগান এলাকায় বস্তিতে আগুনে পুড়ে গেছে ১৫ থেকে ২০ টি ঘর ও ৮টি গরুর খামার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার পর বস্তির একটি অংশে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সবখানে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

কাঠালবাগান ঢালের মুখে থাকা ওই বস্তিতে ১৫ থেকে ২০টি ঘর ছিল। আটজনের খামারে বেশ কয়েকটি গরু ছিল। আগুনে কয়েকটি গরুর শরীর পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত নিয়ে কিছুই জানায়নি ফায়ার সার্ভিস। বস্তির সামনে একটি ডেভেলপার কোম্পানির সাইনবোর্ড লাগানো ছিল বলে জানা যায়।

Exit mobile version