Site icon Jamuna Television

কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে এক নারীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শশুরবাড়ীর লোকজন। গাইবান্ধার সাদুল্যাপুরে ঘটেছে এই ঘটনা। ভুক্তভোগী নারী রোকসানা খাতুন জানান, নানা সময়ে যৌতুকসহ নানা কারণে নির্যাতন করা হতো তার ওপর। ছেলে সন্তানের জন্যও ছিল পরিবারের সকলের আকাঙ্খা।

৮ মার্চ রংপুরের একটি ক্লিনিকে তার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হয় মেয়ে সন্তান। আজ গ্রামের বাড়িতে এলে সন্তানকে নিয়ে রোকসানাকে ঢুকতে দেয়নি শ্বশুর বাড়ির লোকেরা। জানানো হয়, তাকে তালাক দিয়েছে ঢাকায় খাবার হোটেলে কাজ করা স্বামী রাজু মিয়া। পরে রোকসানা স্থানীয়দের সহায়তায় ট্রিপল নাইনে ফোন দিয়ে সহায়তা চান।

পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপত্তা দেয়। তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আসার খবরে পালিয়ে যায় রোকসানার শ্বশুর-শাশুড়িসহ অন্যরা।

Exit mobile version