Site icon Jamuna Television

মিয়ানমারে সেনা নিপীড়নে ৭০ বেসামরিক নাগরিকের মৃত্যু

মিয়ানমারে চলমান সহিংসতায় সেনা নিপীড়নে অন্তত ৭০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। নতুন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে সংস্থার বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ এই তথ্য জানান। এসময় তিনি শঙ্কা জানিয়ে বলেন, মিয়ানমারে জান্তা সরকার মানবতাবিরোধী অপরাধ করছে। সামরিক জান্তা মানবাধিকার লঙ্ঘন করছে যার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

বিবৃতিতে মিয়ানমারের জনগণের পক্ষে আন্তর্জাতিক জোট গঠনেরও তাগিদ দেন বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ। জান্তা সরকারকে তহবিল সরবরাহ বন্ধ, ব্যবসার ওপর নিষেধাজ্ঞা এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপসহ সুনির্দিষ্ট বেশ কিছু ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Exit mobile version