Site icon Jamuna Television

অং সান সু চির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছে মিয়ানমারের সামরিক জান্তা

মিয়ানমারের গণতন্ত্রপন্হী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ঘুষ হিসেবে ৬ লাখ ডলার ও ১১ কেজি স্বর্ণ নেয়ার অভিযোগ এনেছে সামরিক জান্তা।

দেশটির সেনাবাহিনীর অভিযোগ ঘুষ হিসেবে নেয়া স্বর্নের বাজারমুল্য প্রায় ৪ লাখ পাউন্ড। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সু চির বিরুদ্ধে আনা এটিই সবচেয়ে শক্তিশালী অভিযোগ। বিবৃতিতে মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, ইয়াঙ্গুনের সাবেক এক মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ঘুষ নেন সু চি।

তবে এর স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ হাজির করেনি জান্তা কর্তৃপক্ষ। গেল ৫ সপ্তাহ ধরে সু চিকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আতঙ্ক ছড়ানো, অবৈধ রেডিও সরঞ্জাম ও করোনা বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ এনেছে সামরিক সরকার।

Exit mobile version