Site icon Jamuna Television

কাতার ওপেন থেকে বিদায় নিলেন রজার ফেদেরার

কোর্টে ফেরাটা স্মরনীয় করে রাখতে পারলেন না সুইস তারকা রজার ফেদেরার। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাকে। এদিন হেরেছেন আসরের শীর্ষ বাছাই দিয়াগো থিয়েমও।

দীর্ঘ ১৩ মাস পর ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেছিলেন ফেডেক্স। যেখানে আসরের অন্যতম ফেভারিটও ছিলেন ফেদেরার। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ অবাছাই জর্জিয়ার নিকোলসের বিপক্ষে প্রথম সেট অনায়াসেই জেতেন তিনি। তবে ২য় সেট ৬-১ জিতে ম্যাচে ফিরে আসেন নিকোলস। আর শেষ সেটে ৭-৫’এ ফেদেরারকে হারিয়ে অঘটনের জন্ম দেন জর্জিয়ার এই অবাছাই খেলোয়াড়।

ফেদেরার পথ অনুসরণ করেছেন আসরের শীর্ষ বাছাই দিয়াগো থিয়েমও। স্প্যানিশ রবার্তো বাউতিস্তার কাছে প্রথম সেট টাইব্রেকে হেরে বসেন থিয়েম। ২য় সেটে অবশ্য ৬-২’এ জিতে ম্যাচে ফিরে আসেন থিয়েম। তবে শেষ সেটে লড়াই করেও ৬-৪ পয়েন্ট ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেন থিয়েম। সেমিফাইনালে বাউতিস্তার প্রতিপক্ষ আন্দ্রে রুদলেভ।

Exit mobile version