Site icon Jamuna Television

আমিনবাজার থেকে ১৭ কেজির বেশি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনবাজার থেকে ১৭ কেজির বেশি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারের আমিনবাজার এলাকা হতে ১৭ কেজির বেশি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী শাহ আলমকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় এই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে তারা।

১১ মার্চ বিকালে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৪। শাহ আলমের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম জানায় যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে অভিনব কৌশলে মাইক্রোবাসে করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডিলারদের নিকট বিক্রয় সরবরাহ করে আসছিল। দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে র‍্যাবের মাদক বিরোধী চলামন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।

Exit mobile version