Site icon Jamuna Television

বসুরহাটে সংঘর্ষ: পুলিশের ওপর হামলা মামলায় কারাগারে বাদল

বসুরহাটে সংঘর্ষ: পুলিশের ওপর হামলা মামলায় কারাগারে বাদল

গত ১৯ ফেব্রুয়ারি চাপরাশিরহাটে পুলিশের ওপর হামলা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুপুরে তাকে এক নম্বর আমলী আদালতে হাজির করে পুলিশ। আরও দু’টি মামলায় বাদলকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছে। রোববার শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।

এর আগে গতরাতে পৌরসভায় হামলা-ভাঙচুরের অভিযোগে বাদলকে প্রধান আসামি করে ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আড়াই’শ জনের বিরুদ্ধে মামলা করেন বসুরহাট পৌরসভার এক কর্মচারী।

এদিকে, গত মঙ্গলবারের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন নিহতের ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা’সহ ১৬৪ জনকে আসামি করে থানায় এজাহার জমা দিয়েছেন তার ভাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজও বসুরহাটের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

Exit mobile version