Site icon Jamuna Television

অশ্লীল কন্টেন্টের জন্য আবারও পাকিস্তানেও বন্ধ হচ্ছে টিকটক

অশ্লীল কন্টেন্টের জন্য আবারও পাকিস্তানেও বন্ধ হচ্ছে টিকটক

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

অশালীন কন্টেন্ট প্রচারের দায়ে ছয় মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটিতে নিষিদ্ধ হলো অ্যাপটি। টিকটকের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানি শেষে পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি এই আদেশ দেন।

গত বছরের অক্টোবরে একই ধরনের অভিযোগে টিকটক নিষিদ্ধ হয় পাকিস্তানে। ওই সময়ে বলা হয় অ্যাপটি অনৈতিক এবং অশ্লীল কন্টেন্ট বাছাই করতে ব্যর্থ হয়েছে। তবে এর দশ দিনের মাথায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। সেই সময়ে বলা হয় টিকটক কর্তৃপক্ষ অশ্লীল কন্টেন্ট প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে। তবে তা বাস্তবায়ন না হওয়ায় আবারও কঠোর হলো আদালত।

Exit mobile version